
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্কের জঙ্গল থেকে উদ্ধার হওয়া সাত ফুট লম্বা একটি অজগর সাপকে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা সাপটি অবমুক্ত করেন। এর আগে সকালে পোড়াগাঁও গ্রামের সাইদুল ইসলামের বাড়ির বাঁশঝাড় থেকে সাপটি মাটিতে নেমে এলে স্থানীয়রা সেটিকে আটক করে বন বিভাগকে খবর দেয়।
খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে মধুটিলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। পরে বিকেলে সাপটি অবমুক্ত করা হয়।
এ সময় ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী, সমশ্চুড়া বনবিট কর্মকর্তা মো. কাউসার আহমেদসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর