
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতিটিকে হত্যা করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) রাতে খাবারের সন্ধানে ৩০-৪০টির একটি বন্যহাতির দল লোকালয়ে এলে গ্রামবাসী নিজেদের জানমাল রক্ষার্থে বাড়ির চারপাশে জিআই তারে বিদ্যুতের সংযোগ দেয়। এতে স্পৃষ্ট হয়ে আনুমানিক ১৫-২০ বছর বয়সী একটি মাদি হাতি মারা যায়।
রবিবার (৬ জুলাই) রাতে মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দুই ব্যক্তিকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহ বনবিভাগের পক্ষ থেকে গারো পাহাড়ে বন্যহাতির অবাধ বিচরণ নিশ্চিত করতে এবং মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করতে এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর