
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের আউটডোর রিসার্চ শেড নির্মাণ প্রকল্পে সময়মতো কাজ শুরু না হওয়ায় স্থবিরতা দেখা দিয়েছে। ২১ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের নির্ধারিত মেয়াদ ১৮ জুন শেষ হলেও মাঠপর্যায়ে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে চরম হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ মে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল। সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের নীলদিঘীর দক্ষিণ প্রান্তে নির্ধারিত স্থানে আগাছা জন্মে আছে। সেখানে শুধু একটি সাইনবোর্ড দেখা গেলেও কোনো নির্মাণসামগ্রী বা স্থাপনার অস্তিত্ব নেই।
শিক্ষার্থীরা জানান, গবেষণাভিত্তিক ওশানোগ্রাফি বিভাগে ল্যাবরেটরি সুবিধা অপ্রতুল। বর্তমানে যে কক্ষটি ল্যাব হিসেবে ব্যবহৃত হয়, সেটি স্টোররুমের মতো। সেখানে নেই কোনো টেকনিশিয়ান, গ্যাস বা পানির সংযোগ। এমন পরিস্থিতিতে আউটডোর শেড নির্মাণে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী ময়ূরী নূর বলেন, "বাংলাদেশ সুনীল অর্থনীতিতে জোর দিলেও আমাদের বিভাগ অবহেলিত থেকে যাচ্ছে। যেটুকু ল্যাব আছে, তা ব্যবহারের অনুপযোগী।"
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, "গবেষণানির্ভর বিভাগে এমন অবস্থা খুবই হতাশাজনক। এটি দেশের সামুদ্রিক গবেষণার ভবিষ্যতের প্রতি অবহেলার বার্তা দেয়।"
ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা জানান, বিভাগীয়ভাবে নির্ধারিত সময়েই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের বরাদ্দ ও জায়গা নির্ধারণেও কোনো সমস্যা ছিল না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু না করায় তিনি হতাশ।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাইন উদ্দীন বলেন, “ঠিকাদার প্রতিষ্ঠান সময়মতো কাজ শুরু করেনি। তারা সময় বাড়ানোর আবেদন করেছে। তবে তারা আবহাওয়াজনিত কিছু সমস্যার কথা জানিয়েছে। আমরা তাদের বারবার তাগিদ দিচ্ছি।”
ঠিকাদার এমএস নূর ট্রেডার্সের মালিক নূর চৌধুরী বলেন, “ঈদ ও বৈরী আবহাওয়ার কারণে কাজ শুরু করা যায়নি। আবহাওয়া স্বাভাবিক হলেই আমরা কাজ শুরু করব।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হক বলেন, “প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাজ শুরু ও শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিপিডিকেও (ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিরেক্টর) বলা হয়েছে, যাতে তারা আরও কঠোর হয়।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর