
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর শহরের আড়াইআনী বাজার ও উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পৌর শহর থেকে বাবুল মিয়া (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রুপনারায়নকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে। এছাড়া দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার পর বাবুল মিয়া নিখোঁজ হন। পরে শনিবার সকালে আড়াইআনী বাজারের একটি পরিত্যক্ত ঘরে তার মরদেহ পাওয়া যায়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকায় ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, দাওধারা কাটাবাড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ দুটি ঘটনারই তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর