
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও শহর শ্রমিক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গোপালপুর পৌর শহরের গোহাটা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে গোপালপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ঈসা মুনিম, শহর বিএনপির সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, জাসাসের আহ্বায়ক শাহানূর আহমেদ সোহাগ, উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, শহর শ্রমিক দলের সম্পাদক খন্দকার জামালি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহির উদ্দিন, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া, উপজেলা ছাত্রদল সম্পাদক হিরা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তাঁরা জামায়াতে ইসলামীর অপরাজনীতিরও কঠোর সমালোচনা করেন।
সর্বশেষ খবর