
গোপালগঞ্জের সাধারণ মানুষকে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার ফরিদপুরে পদযাত্রা শেষে এক সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৭তম দিনে ফরিদপুরে এই কর্মসূচি পালিত হয়। সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জনতা ব্যাংক মোড়ে জড়ো হতে শুরু করেন। দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা, যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ এবং জেলা-উপজেলা ও কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্টরা গোপালগঞ্জকে আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তিনি গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুক্ত করার ঘোষণা দেন।
পদযাত্রা ও সমাবেশ চলাকালে শহরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কঠোর নজরদারি ছিল। জেলা কারাগারসহ শহরের বিভিন্ন মোড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সর্বশেষ খবর