
লালপুরে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় নাসিমা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে, যিনি মদ তৈরির মূল কারিগর বলে জানা গেছে।
শুক্রবার রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গম টিটিয়া গ্রামে এই অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, অভিযানে ৬২ বালতি দেশীয় কাঁচা চোলাই মদ এবং ৩০ লিটার বোতলজাত মদ জব্দ করা হয়েছে। অভিযানের সময় মদ তৈরির প্রধান কারিগর নাসিমা বেগমকে আটক করা হয়। তবে, মদ তৈরির সঙ্গে জড়িত অন্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে আটককৃত নারী ও জব্দ করা মদ লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর