
কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্রসহ পলাশ (৩০) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। শনিবার ভোর ৫টায় জেলার দুর্গাপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পলাশ কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার আবিদ আলীর ছেলে।
অভিযানে পলাশের বসতবাড়ির গোয়ালঘরের ছাদ থেকে ৩৫ গ্রাম গাঁজা, দুটি শর্টগান কার্তুজ, তিনটি পিস্তল ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।
এ সময় পলাশের ভাই মোঃ শাহজাহান পালিয়ে যেতে সক্ষম হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গোলাবারুদ শাহজাহানের মালিকানাধীন। বিশেষ নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, শাহজাহান একটি পিস্তল ও একটি শর্টগানসহ কুমিল্লা জেলার কোনো স্থানে আত্মগোপনে রয়েছেন এবং যেকোনো সময় অস্ত্র ব্যবহার করতে পারেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে ধর্মপুর এলাকায় পরিচিত।
আটক পলাশের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর