
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী তানভীর আহমেদ মৃত্যুবরণ করেছেন। আমরা কোনো কিছু দিয়েই এই ক্ষতি পূরণ করতে পারব না। তবে বিএনপি এই পরিবারের পাশে থাকবে, সার্বিক সহযোগিতা করবে।
রোববার সকালে উপজেলার নগর ভাতগ্রামের নয়াপাড়া গ্রামে দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবার্তা ও তানভীরের পরিবারকে শান্ত্বনা দিতে গিয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় বিমান কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। উড়ার আগে বিমানটি ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল কিনা, তা তদন্ত হওয়া দরকার।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২১ জুলাই ঢাকার উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেন উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম (নয়াপাড়া) গ্রামের রুবেল মিয়ার ছেলে ও উক্ত প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ।
রার/সা.এ
সর্বশেষ খবর