
গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকায় বিয়ের প্রতিশ্রুতি ও বাগদানের পর কনে পক্ষের গোপনে অন্যত্র বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ শিপন নামে এক ব্যক্তি পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে শিপন উল্লেখ করেন, তিনি বিদেশে অবস্থানকালে গত ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে পারিবারিকভাবে কুদাব এলাকার আলমগীর ভূঁইয়ার মেয়ে শাহরিন আফরিন আখির সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। বাগদানের পর শিপন বিদেশে থেকে নিয়মিত আখির কাছে টাকা পাঠান, যার মাধ্যমে আখি স্বর্ণালঙ্কার, আইফোন, কম্পিউটার, আসবাবপত্রসহ বিভিন্ন উপহার গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিপনের দাবি, গত ২২ জুলাই তিনি জানতে পারেন, তাকে বা তার পরিবারকে কিছু না জানিয়ে আখিকে গোপনে উত্তরা এলাকায় অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর শিপন কুদাব এলাকায় আলমগীর ভূঁইয়ার বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে আলমগীর ভূঁইয়া তাকে এলাকা ছেড়ে না গেলে প্রাণনাশের হুমকি দেন এবং হাত-পা ভেঙে ফেলার হুমকিও দেন।
ভুক্তভোগী শিপন সাংবাদিকদের বলেন, "বিয়ের আশ্বাস দিয়ে আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এখন ধনী পাত্রের লোভে আখিকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে। আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।"
অভিযুক্ত আখির বাবা আলমগীর ভূঁইয়া বলেন, "আংটি পড়ানো হয়েছিল অনেক আগে, পরে তা ফেরত দেওয়া হয়েছে। ছেলেকে ভালো মনে করেছিলাম, পরে মত বদলে তাকে বিয়ে না দিয়ে অন্যত্র মেয়েকে বিয়ে দিয়েছি।"
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর