
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বুলবুল, প্রভাষক আব্দুল জলিল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, তারুণ্যরা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে তা কখনো ব্যর্থ হবে না। তারুণ্যের হাত ধরেই আমরা বৈষম্যহীন নতুন, অংশগ্রহণমূলক ও আধুনিক বাংলাদেশ গড়ব। আলোচনা শেষে শিক্ষার্থীদের প্রেজেক্টরের মাধ্যমে জুলাই বিপ্লবে শহীদদের উপর বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীরা কলেজ মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, জেলা পরিষদ, কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর