
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়ন শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী জব্দ করেছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে বিজিবি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির ১১১৮/৭ নং সীমান্তের পানিহাটা এলাকা থেকে ১ লাখ পিস ভারতীয় জিলেট ব্লেড বাংলাদেশে পাচারকালে টহলরত বিজিবি সদস্যরা তা জব্দ করে। জব্দকৃত ব্লেডের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
এছাড়াও, পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া বিওপির ১১২৫/১ নং সীমান্তের গোবরাকুড়া এলাকা থেকে ৩ হাজার ১৯২ পিস ভারতীয় কাবেরী মেহেদী জব্দ করা হয়েছে। এই মেহেদীর আনুমানিক মূল্য ৭৯ হাজার ৮০০ টাকা।
ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, নালিতাবাড়ী ও হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী জব্দ করেছে। যার মোট আনুমানিক মূল্য ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা। তিনি আরও জানান, সীমান্ত রক্ষা ও মাদক পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রার/সা.এ
সর্বশেষ খবর