
টাঙ্গাইল: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করা তানভীর আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। তানভীর ওই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো।
সোমবার দুপুরে টাঙ্গাইলের বীর উত্তম সুলতান বিমান বাহিনী ঘাঁটির ১২ সদস্যবিশিষ্ট একটি দল উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম নয়াপাড়া সামাজিক কবরস্থানে সমাহিত তানভীরের কবরে এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে বীর উত্তম সুলতান বিমান বাহিনী ঘাঁটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমান বাহিনী এই ঘটনায় আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। যারা নিহত হয়েছেন, বিমান বাহিনী সবসময় তাদের পাশে থাকবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর