
কক্সবাজার সদরের লিংকরোড স্টেশন এলাকায় একটি ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত শেখ মেজবাহর পরিবার ও স্বজনদের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার বাসিন্দা। তিনি শেখ আমান উদ্দীন চৌধুরীর পুত্র এবং দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। পরিবার নিয়ে তিনি কক্সবাজারের প্রবেশপথ লিংকরোড স্টেশনের একটি চারতলা ভবনের ভাড়া বাসায় বসবাস করতেন। পাশাপাশি বিসিক শিল্প এলাকায় কাঠ সরবরাহসহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন।
শেখ মেজবাহর ব্যক্তিগত ম্যানেজার মো. রাকিব জানান, ফজরের আজানের পর তিনি মসজিদে নামাজ পড়তে যান এবং নামাজ শেষে বাসায় ফিরে আসেন। এরপর হঠাৎ ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। বিষয়টি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ম্যানেজার রাকিব বলেন, "সিসিটিভি দেখে মনে হয়েছে, এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। তাঁকে হয়তো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কারণ পড়ে যাওয়ার পর তাঁর মধ্যে কোনো নড়াচড়া দেখা যায়নি।"
ঘটনার পরপরই খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, "ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।" তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যা। এ বিষয়টি মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, ভবন থেকে পড়ে যাওয়ার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নিচে পড়ার সঙ্গে সঙ্গেই শেখ মেজবাহ উদ্দিন চৌধুরীর শরীর কোনো নড়াচড়া করেনি। বিষয়টি দেখে নেটিজেনরা মন্তব্য করছেন, এটি আত্মহত্যা নয়, তাঁকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, কেউ যদি নিজে থেকে লাফিয়ে পড়তেন, তাহলে স্বাভাবিকভাবে নিচে পড়ে কিছুটা নড়াচাড়া করার সম্ভাবনা থাকত। অথচ ফুটেজে তাঁর পুরোপুরি নিথর অবস্থান ঘটনার প্রকৃতি নিয়ে জনমনে বাড়তি সন্দেহ তৈরি করেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর