
নরসিংদীর জনপ্রিয় বিনোদনকেন্দ্র ড্রিম হলিডে পার্কে বাহিরের খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হলেও ভেতরে অবস্থিত দোকানগুলোতে খাবার ও পানীয় পণ্যে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠেছে। এতে বেড়াতে আসা দর্শনার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
পার্কে প্রবেশের সময় দর্শনার্থীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়—বাহির থেকে কোনো খাবার আনা যাবে না। কিন্তু ভেতরে থাকা দোকানগুলোতে একই খাবার বাজারদরের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
দর্শনার্থীদের অভিযোগ, বোতলজাত পানির দাম বাজারে যেখানে ২০ টাকা, সেখানে পার্কে তা বিক্রি হচ্ছে ২৫ টাকায়। একইভাবে সাধারণ চিপস বা আইসক্রিম বাজারদরের তুলনায় ১০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে।
পরিবার নিয়ে বেড়াতে আসা এক দর্শনার্থী বলেন, “আমরা বাইরে থেকে খাবার আনতে পারি না, অথচ ভেতরে যে জিনিসগুলো কিনতে হচ্ছে তার দাম অস্বাভাবিকভাবে বেশি। এতে পরিবারের ওপর বাড়তি খরচের চাপ তৈরি হচ্ছে।”
আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুধু বিনোদন নয়, ন্যায্যমূল্যে খাবার নিশ্চিত করাও কর্তৃপক্ষের দায়িত্ব। বাইরে থেকে খাবার আনা নিষিদ্ধ করলে অন্তত ভেতরে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা রাখা উচিত।”
এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দর্শনার্থীদের দাবি, সংশ্লিষ্ট প্রশাসনের উচিত পার্কের দোকানগুলোতে ন্যায্যমূল্যে খাবার বিক্রি নিশ্চিত করা।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর