
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম। মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারে সর্বোচ্চ দক্ষতার পরিচয় দেয়ায় তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।
সোমবার (১৮ই আগস্ট) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে সম্মাননা তুলে দেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এছাড়া হত্যা মামলার রহস্য উন্মোচিত করে পুরস্কৃত হয়েছেন মির্জাপুর থানা উপ পরিদর্শক মো. জুয়েল।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই শ্রেষ্ঠত্ব অর্জন আমার কাজের গতিকে আরো বাড়িবে দিবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর