
টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত লতিফ মিয়া। সোমবার (১৮ই আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ওই নারীর নাম রোজী বেগম। তিনি একই ইউনিয়নের মুচির চালা গ্রামের হাসমত আলীর মেয়ে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে ওই পরিবারের কারো বক্তব্য নেয়া সম্ভব না হলেও প্রতিবেশী সূত্রে জানা গেছে, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবৎ মনোমালিন্য চলছিলো। এর জেরে রোজী বেগম গত ৩দিন আগে বাবার বাড়ি চলে যায়। রবিবার বিষয়টির মিমাংসা হওয়ার পর স্বামীর বাড়িতে আসে রোজী বেগম। এরপর সোমবার দুপুরেই এই ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পৌছেছি। লাশ উদ্ধার করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর