
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেরশ্বরী বাজারের সান তুলা মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান, আব্দুল আজিজ ও আপেল হোসেন জানান, বুধবার বিকেলে তাঁরা পাটেশ্বরী বাজার থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে যান। মুহূর্তেই আগুন মিলটির চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আকাশ বরাবরে উঠতে থাকে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কিছু তুলা বের করতে সক্ষম হন। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এদিকে ফায়ার সার্ভিসের দলটি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পার্শ্ববর্তী খাল থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূরুঙ্গামারীতে নিয়মিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন লাগলে প্রায় ২০ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যায়। এই ক্ষতি থেকে বাঁচতে অতি দ্রুত ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জোর দাবি জানান তাঁরা।
তুলার মিলের স্বত্বাধিকারী আলম হোসেন জানান, তুলার মিলের মেশিনে ফায়ার হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়। এ বিষয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য আগামী "জেলা উন্নয়ন সভায়" ডিসি স্যারের কাছে উত্থাপন করা হবে। আবেদন পেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর