
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, তাকে নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। তবে এসব নিয়ে বিচলিত না হয়ে তিনি দায়িত্বশীলভাবে নিজের কাজে মনোযোগী থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “সত্যটা তুলে না ধরলে মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। তাই কয়েকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন।”
তিনি জানান, নেপাল সরকারের আমন্ত্রণে তিনি সেখানে “নিরাপদ বাতাস (Clean Air)” বিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়েছিলেন। কিন্তু ভারতের একটি পোর্টাল ভুলভাবে প্রচার করে যে তিনি সেখানে একজন মার্কিন কর্মকর্তার সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন এবং দাবি করে তথ্যটি নাকি বাংলাদেশি গোয়েন্দা সংস্থা দিয়েছে। ডা. তাসনিম জারার দাবি, এ সংবাদ সম্পূর্ণ “মিথ্যা ও কাল্পনিক”।
কক্সবাজার সফর নিয়েও অনুরূপ গুজব ছড়ানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “এই মাসেই আমার সম্পর্কে প্রচার করা হয় যে আমি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছি। পরে যারা বিষয়টি ছড়িয়েছিল তারাই স্বীকার করেছে যে এটি মিথ্যা।”
এছাড়া গত ১১ আগস্ট মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ডা. তাসনিমের দাবি, বৈঠকটি ছিল নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ। তিনি প্রশ্ন তোলেন— বিএনপি ও জামায়াতের সঙ্গেও রাষ্ট্রদূতের এমন বৈঠক হয়েছে, কিন্তু সেসব ক্ষেত্রে কোনো বিতর্ক তোলা হয়নি কেন।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই ও আগস্ট মাসে অন্তত তিনবার একই ধরনের মিথ্যা প্রচার চালানো হয়েছে এবং প্রতিবারই গোয়েন্দা সংস্থার নামকে উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে। তার দাবি, আওয়ামী স্বার্থসংশ্লিষ্ট কিছু গণমাধ্যম এতে সক্রিয় ভূমিকা রেখেছে।
পোস্টের শেষভাগে তিনি বলেন, “এসব মিথ্যায় আমাকে দমানো যাবে না। আমি আমার কাজে তথা নতুন বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট থাকব। শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে, মিথ্যা ধ্বংস হবে—এটাই সুনিশ্চিত।”
সর্বশেষ খবর