
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নতুন হাট বাজারের চর-ভূরুঙ্গামারী হাই স্কুল মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদকসেবী, মামলাবাজ ও মব সৃষ্টিকারী লুতফর, মাদক মামলা, পুলিশের নিকট থেকে মাদকের আসামি ছিনতাই ও জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি, কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এবং চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম লিটন কর্তৃক ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে এই মানববন্ধন আয়োজিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল, যুবদল সভাপতি মাইদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিফুল ইসলাম সেলিম ও সম্পাদক হাবিবুর রহমান। মানববন্ধনে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সচেতন মহলের পাঁচ শতাধিক নারী ও পুরুষ ঝাড়ু হাতে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে, বিএনপি নেতাদের নামে অপপ্রচারকারী ফ্যাসিবাদী আওয়ামী সরকারের মদতপুষ্ট কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ, শ্রমিক লীগ নেতা জহুরুল ইসলাম লিটন ও মাদকসেবী লুতফরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর