
খুলনার খানজাহান আলী (র.) রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি সেতুর ওপর থেকে স্বেচ্ছায় নদীতে লাফ দিয়েছিলেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। যেহেতু ঘটনাটি নদীতে ঘটেছে, তাই বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়।
নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির ইন্সপেক্টর আবুল খায়েক বলেন, সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। “তার পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।”
ওয়াহেদ-উজ-জামান বুলু নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন ইব্রাহিম মিয়া রোডের বাসিন্দা এবং মো. আকবর আলীর ছেলে। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন এবং দৈনিক সংবাদ প্রতিদিন–এর খুলনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার বিষয়টি লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান নিশ্চিত করেছেন।
সর্বশেষ খবর