
গাজীপুরের কালীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামালপুর গোল্লারটেক এলাকার মোশারফ মেম্বারের বাড়ির সামনে একটি পাকা ব্রীজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– উপজেলার জামালপুরের জামালপুর মধ্যপাড়ার তাইজুদ্দিন ফকিরের ছেলে মো. মনির হোসেন (২৯), কালিগঞ্জ পৌরসভার গোল্লারটেক এলাকার হানিফ ভুঁইয়ার ছেলে হৃদয় ভূইয়া (২৮)।
এ বিষয়ে কালীগঞ্জ থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই (নিঃ) মাকসুদুল কবীর নকিব এর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে উল্লেখিত স্থানে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা অবস্থায় মনির ও হৃদয়কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং-১৮, তারিখ- ০৯/০৯/২০২৫) রুজু করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শান্তি চন্দ্র দাস জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তারা মাদক ব্যবসার সাথে আর কেউ জড়িত কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, "মাদকবিরোধী কার্যক্রমে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।"
স্থানীয়দের মতে, গোল্লারটেক ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবহার বাড়ছে, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের অভিযান আরো জোরদার করার আহ্বান জানান তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর