
মোংলায় বিভিন্ন সরকারী অফিসে তালা মেরে দিয়েছে হরতাল৷ পালনকারীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রথমে এসিল্যান্ড অফিসে তালা দেয়া হয়। এরপর নির্বাচন অফিস থেকে লোকজন বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।
তারপর পল্লী সঞ্চয় ব্যাংকে তালা মারার আগে অফিসের ভিতরের লোকজন বের করে দেয়া হয়। সর্বশেষ ইউএনও তার অফিস কক্ষে ঢুকার আগে অন্যান্য দপ্তরের লোকদের বের করে দিয়ে উপজেলা পরিষদ ভবনে তালা মেরে দেন হরতালকারীরা।
হরতাল পালনকারীরা বলেন, হরতাল সফল করতেই খোলা রাখা সকল সরকারী অফিসে তালা মেরে দেয়া হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত হরতাল চলবেই।
মুলত বাগেরহাটের একটি সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে ও বিলুপ্ত আসন পুনর্বহালের দাবীতে বাগেরহাটের সর্বত্র চলছে হরতাল। বুধবার থেকে শুরু হয় এ ৪৮ ঘন্টার হরতাল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর