
পঞ্চগড়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এক দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই মেলার আয়োজন করে। প্রতিষ্ঠানের খোলা মাঠে বিভিন্ন স্টলে প্রায় আটটি বেসরকারি প্রতিষ্ঠান চাকুরিদাতা হিসেবে অংশ নেয়। এর মধ্যে সারভিক এবং এফডিবি নামক দুটি কনসালটেন্সি প্রতিষ্ঠান ছিল, যারা বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে জনবল সরবরাহ করে থাকে।
শনিবার বেলা ১১টার দিকে হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। সকাল থেকেই মেলায় তরুণদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মেলায় চাকুরিদাতা প্রতিষ্ঠানের স্টলে গিয়ে তরুণরা তাদের নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আয়োজকরা জানান, মেলায় অংশ নেওয়া চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো জীবনবৃত্তান্ত বিশ্লেষণ করবে এবং পরে চাকুরি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে। যাদের দক্ষতা ভালো, তাদের ওই প্রতিষ্ঠানগুলো চাকুরিতে নিয়োগ দেবে।
গত কয়েক বছর ধরে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চাকুরি মেলা আয়োজন করে আসছে। প্রত্যন্ত এলাকায় চাকুরি মেলায় এসে অনেক তরুণের তথ্যভিত্তিক অভিজ্ঞতাও বাড়ছে। জানা গেছে, প্রায় দেড় শতাধিক জীবনবৃত্তান্ত জমা পড়েছে। এতে অন্তত দুই শতাধিক তরুণ তাদের পছন্দের চাকুরি পাবে বলে আশা করছেন আয়োজক কর্তৃপক্ষ।
অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন পঞ্চগড় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আব্দুল হালিম, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আবু হিরন, এসেট এর প্রকল্প কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমুখ। কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্প মেলা আয়োজনে সহযোগিতা করছে। বক্তারা জানান, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানকার বাসিন্দারা অনলাইনে আবেদন করতে ঝামেলা মনে করে থাকেন অথবা রাজধানীতে গিয়ে সাক্ষাৎকারে অংশ নিতে খরচ বেশি হয়।
এজন্য চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো সরাসরি পঞ্চগড়ে এসে বেকার যুবক-যুবতীদের জন্য সুযোগ করে দিয়েছে। অধ্যক্ষ আব্দুল মতিন জানান, এবারের মেলা পঞ্চগড়ে ব্যাপক সাড়া ফেলেছে। শনিবার সকাল থেকেই স্টলগুলোতে বেকারদের ভিড় দেখা গেছে। সেই সাথে জীবনবৃত্তান্ত ড্রপবক্সগুলো ভর্তি হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে কয়েকশ বেকার নারী-পুরুষ এই মেলা থেকে কর্মসংস্থান পাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর