
ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মনিরুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার জুড়ীতে নিরাপদ সড়ক চাই নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলা সদরের সানাবিল লাইব্রেরিতে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি জুড়ী উপজেলা সভাপতি ও নিসচা উপদেষ্টা তাজুল ইসলাম (তারা মিয়া)।
নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম জসীম, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসাইন শান্ত, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শাহী, ইয়াসিন ভূইয়া, ওমর ফারুক, গণমাধ্যম কর্মী সাইফুল্লাহ হাসান, মাহী আল আজিজি প্রমুখ।
নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনা করে দোয়া করেন উপজেলা চত্বর জামে মসজিদের ইমাম মাওলানা নাহিদুল ইসলাম। উল্লেখ্য ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর