
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম বলেছেন, বিশ্বায়নের প্রভাব ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধের প্রকৃতি পরিবর্তন হচ্ছে এবং এতে পুলিশকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৮:৩০টায় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে বিভাগীয় ক্যাডেট এসআই (নিরস্ত্র)দের বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্সের ২২তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।
প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা পরবর্তী কর্মজীবনে প্রয়োগের নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী শনাক্তকরণ ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে একজন সফল তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষার মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি।
এই প্রশিক্ষণে ২৭৬ জন এসআই ছয় মাস সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৩ জন এসআইকে ক্রেস্ট প্রদান করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর