
শরৎকাল'কে উদ্যাপন করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান 'শরৎ শুভ্রম'।
বুধবার (১৫ অক্টোবর) আলপনা আঁকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শরৎ শুভ্রম পালিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'জলতরঙ্গ'। সন্ধ্যায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ 'শরৎ শুভ্রম'র সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আমি সত্যিই অনেক আনন্দিত যে আমার ছাত্ররা এতো সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে। সারাদিন পড়াশোনার করার পাশাপাশি জীবনকে গভীরভাবে চিনতে হলে এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো জরুরি। শরৎ শুভ্রম আয়োজন করায় আমি 'জলতরঙ্গ'কে অভিনন্দন জানাচ্ছি ও তাদের সামনের দিনগুলো যেন আরো সাফল্যমণ্ডিত হয়।
'শরৎ শুভ্রম' কে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করে উৎসবমুখর আমেজ। সেই অনুভূতি ব্যক্ত করে জলতরঙ্গের চিত্রশিল্পী রাফি বলেন, জলতরঙ্গ সাংস্কৃতিক সংগঠন এবার তাদের "শরৎ শুভ্রম পর্ব-৩" আয়োজন করলো। ক্যাম্পাসে অনেক দিন পর এমন একটা প্রাণবন্ত উৎসবমুখর আয়োজন হয়েছে।
জলতরঙ্গের সাথে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পারস্পরিক আলাপ আলোচনায় সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত হলো। আয়োজনে একটা বিষয়ই পরিষ্কার যে যবিপ্রবি সবকিছুতেই অনেক এগিয়ে৷ আমি সংগঠনটির সাফল্য কামনা করছি।
উৎসবমুখর পরিবেশ নিয়ে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী জুয়েল বলেন, বিশ্ববিদ্যালয়ে এতো প্রানবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে আমি কল্পনাও করিনি।অনুষ্ঠানের উপস্থাপনা, অভ্যন্তরীণ পরিবেশ আয়োজকদের সৃজনশীলতা আমাকে মুগ্ধ করেছে। চা, সাজ সামগ্রি, কেকের স্টলগুলো ছিলো পরিচ্ছন্ন এবং দোকানিদের আচরন ছিলো যথেষ্ট মার্জিত।
অনেক দিন পর এমন আনন্দঘন অনু্ষ্ঠান উপভোগ করলাম। পরিশেষে ধন্যবাদ জানায় আয়োজক কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর