সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারটি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক গুরুত্ব পাচ্ছে।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, “ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডাসহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের রাজনীতি নিবিড়ভাবে জড়িত, তারা সবাই সজীব ওয়াজেদ জয়ের এ সাক্ষাৎকারকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করছে এবং ইতিবাচক মন্তব্য করছে।”
রনি বলেন, “অ্যাসোসিয়েটেড প্রেসের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা। বর্তমান সময়ে জামায়াতের আমির, তারেক রহমান, ড. ইউনূস কিংবা এনসিপির নাহিদ ইসলাম— এদের কারো পক্ষে এমন সাক্ষাৎকার দেওয়া এবং সেটি ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান বা কানাডার প্রধান সংবাদপত্রগুলোর লিড নিউজ হওয়া— কল্পনাই করা যায় না।”
তিনি বলেন, “সজীব ওয়াজেদ জয়ের মধ্যে কিছু পরস্পরবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। আমি তাকে কাছ থেকে দেখেছি, তাই বলছি— তার ইন্টেলিজেন্স লেভেল আমাদের গড় মানের চেয়ে অনেক বেশি। তার আইকিউ অনেক উঁচু স্তরের, যা সাধারণ মানুষের থেকে তাকে আলাদা করেছে।”
রনির ভাষায়, “আমরা অনেক সময় ভুল করে তাকে ‘অটিস্টিক’ বা ‘অতি নির্লিপ্ত’ বলেছি, কিন্তু বাস্তবে এটি তার উচ্চ বুদ্ধিমত্তার প্রকাশ। পোশাক, আচার-আচরণে তিনি ওবামা বা বিল ক্লিনটনের মতো ব্যক্তিত্বসম্পন্ন।”
তিনি আরও বলেন, “এপির সাক্ষাৎকারের প্রশ্নোত্তরে তিনি যেভাবে ইংরেজিতে দক্ষতার সঙ্গে উত্তর দিয়েছেন, তাতে তার বুদ্ধিমত্তা ও প্রস্তুতির প্রতিফলন ঘটেছে।”
সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের প্রসঙ্গে রনি বলেন, “তিনি বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া অর্থবহ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। বিএনপিকে ছাড়া আগের নির্বাচনগুলোর বিষয়ে তিনি কিছু বলেননি— কারণ, তা আওয়ামী লীগ নিজেরাই বুঝে ফেলেছে। বাস্তবে তার বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও বিএনপির অবস্থান অনেক ক্ষেত্রে কাছাকাছি।”
রনি আরও মন্তব্য করেন, “পশ্চিমা বিশ্ব এখন আগের চেয়ে অনেক পরিণত। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হঠাৎ করে সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকার আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এতে সরকার কিছুটা অস্বস্তিতে পড়েছে এবং নতুন করে কৌশল নির্ধারণে ভাবছে।”
সূত্র: গোলাম মাওলা রনির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বক্তব্য।
সাজু/নিএ
সর্বশেষ খবর
খোলা কলাম এর সর্বশেষ খবর