ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও এই আসনের সাবেক দুই বারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টাঙ্গাইল ৭ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ সিদ্দিকীর নাম ঘোষণা করেন জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া একই সংবাদ সম্মেলন থেকে সারাদেশের আরও ২৩৭টি সংসদীয় আসনের দলীয় মনোনয়ন ঘোষণা করেন দলটির তিনি।
প্রসঙ্গত, এই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীকে প্রচার প্রচারণা ও জনসংযোগ করতে দেখা গেছে। যাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান অন্যতম ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর