টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত অটোরিক্সায় বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ই নভেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আন্ডারপাসের ওপরে এই দুর্ঘটনাটি ঘটে।
এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক রইজ উদ্দিন (৪৬) ও হাসপাতালে নেওয়ার পথে অটোরিক্সার যাত্রী আব্দুল হামিদ (৬০) মৃত্যুবরণ করেন। নিহত রইজ উদ্দিন উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে ও আব্দুল হামিদ একই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ভাষ্য, দুর্ঘটনার শিকার অটোরিক্সাটি দেওহাটা আন্ডারপাসের ওপর দিয়ে গোড়াইয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি বাস অটোরিক্সাটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। অটোরিক্সা সাধারণত মহাসড়কের সার্ভিস লেন ব্যবহার করলেও ওই রিক্সাটি মহাসড়কের মূল সড়ক ও আন্ডারপাসের ওপর দিয়ে যাচ্ছিল।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার বলেন, বাসটি চিহ্নিত করা চেষ্টা চলছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর