ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের এক সপ্তাহ পার হতে চলছে।
এক সপ্তাহে পাঁচ ইউনিটে এক লাখ ১৯ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এছাড়া সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে।
মঙ্গলবার (৪ নভেম্বর) তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজারের বেশি আবেদন পড়েছে। এর মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৪৩ হাজার, বিজ্ঞান ইউনিটে ৫৩ হাজার, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১৫ হাজার, চারুকলা ইউনিটে ২ হাজার ১০০ এবং আইবিএ ইউনিটের জন্য ৪ হাজার ৭০০ জনের বেশি আবেদন পড়েছে। এখন এই আবেদন চলমান রয়েছে এবং প্রতিনিয়তই এ সংখ্যা পরিবর্তন হচ্ছে।
২৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ বছর ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আইবিএ ও ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আইবিএ ইউনিট-এর ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ অথবা কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ভর্তি সংক্রান্ত ওয়েবাসাইট (https://admission.eis.du.ac.bd) ভিজিটের মাধ্যমে জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে, বলে বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর