শেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় পৃথক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফরেস্ট অফিস নামক স্থান এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় সানগ্লাস ও জিরা পাচারের চেষ্টা করে। এ সময় সংশ্লিষ্ট এলাকার বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান পরিচালনা করে। এই অভিযানে বিজিবি ৪ হাজার ১৪০ পিস ভারতীয় সানগ্লাস এবং ২৭০ কেজি ভারতীয় জিরা আটক করে জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব চোরাচালানকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৬৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। একইসাথে সীমান্তে মাদক, চোরাচালানকৃত মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর