“রিদম অফ অক্সিজেন”শিরোনামে- কেক কাটা, সেমিনার, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, অন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের ১২তম জন্মদিন, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রসায়ন বিভাগের ১২তম জন্মদিন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আজ বুধবার ১২ নভেম্বর সকাল ১০.৩০ মিনিটে উক্ত বিভাগের জন্মদিন পালন, কেক কাটা, সেমিনার, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, অন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সৎ, যোগ্য ও মানবিক গুণগতমানসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা প্রদান করা হয়। তোমরা আধুনিক শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের পাশাপাশি একজন সৎ, যোগ্য ও মানবিক গুনগতমানসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। শুরু থেকেই তোমাদেরকে তোমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। পেশাগত উন্নয়ন ও উৎকর্ষ সাধনে তোমাদের সময়কে যথাযথভাবে মূল্য দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সম্মান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকলের সামনে তুলে ধরার দায়িত্ব তোমাদের। আর এটাই তোমাদের প্রতি আমাদের একান্ত চাওয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আয়োজিত সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল হাসনাত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের পেশাগত উন্নয়ন ও উৎকর্ষ সাধনে রসায়নের বিভিন্ন দিক নিয়ে তথ্যবহুল আলোচনা করেন ও তাদের ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের সভাপতি ড. মোঃ কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। আড়ম্বরপূর্ণ জমকালো এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষ্ঠানের সাংগঠনিক সম্পাদক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন চন্দ্র মোহন্ত। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকারসহ রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মহসিন জিম ও তাকিয়া জামান। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর