শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবন এবং ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ জনকে আটক করে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে শেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
এরআগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার পৌরশহরের আমবাগান এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার সুতিয়ারপাড় এলাকার আয়নাল হকের পুত্র মো. কাইয়ুম মিয়া (২৭) ও খুজিউড়া এলাকার আশরাফ আলীর পুত্র মমতাজ উদ্দিন (২২) এই দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড এবং ভেদীকুড়া এলাকার আনছার আলীর পুত্র আবু নাইমকে (২৬) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড একই সাথে ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ওই অভিযানে সহযোগিতা করেন নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যগণ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর