আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য "পোস্টালভোটবিডি" নামের অ্যাপটি আজমঙ্গলবার (১৮ নভেম্বর) উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। এ লক্ষ্যে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে 'Postal Vote BD' নামক মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ডিসেম্বর প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর