তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বর্তমান রাজনৈতিক–সামাজিক পরিস্থিতি নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন। রোববার রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মজলুমরা জালিম হয়ে উঠছে এবং ফ্যাসিবাদবিরোধীরা নিজেরাই ফ্যাসিবাদী আচরণ করছে। তাঁর ভাষায়, সামগ্রিক পরিস্থিতি এখন “হতাশা ও ক্ষোভের” পর্যায়ে পৌঁছেছে।

মাহফুজ আলম আরও উল্লেখ করেন, যারা জুলুমকে ইনসাফ দিয়ে প্রতিস্থাপন না করে উল্টো সহিংসতার নতুন মাত্রা সৃষ্টি করছেন, তারা সমাজে ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। তিনি সতর্ক করে বলেন, চিন্তা ও আচারের বৈচিত্র্য বাধাগ্রস্ত হলে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার ঝুঁকি তৈরি হবে।
সব ধরনের জুলুম বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাসাউফপন্থী, ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর কোনো প্রকার অত্যাচার যেন না করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর