জায়ামাত তাদের রাজনৈতিক প্রয়োজনে কখনো আওয়ামী লীগকে ব্যবহার করেছে আবার কখনো বিএনপিকে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল ০৭ (মির্জাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিজেই পায়ে নিজের কুড়াল মেরেছে। আজ যদি তারা নির্বাচনী প্রক্রিয়ায় থাকতো তাহলে তারাই হতো মূল প্রতিদ্বন্দ্বী। সবকিছু বিবেচনায় নিয়ে সচেতন আওয়ামী লীগ সমর্থকরা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকেই ভোট দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা কারও প্রতি রাজনৈতিকভাবে কোন নির্যাতন করিনি, কোন মামলা করিনি। তারপরও ভুক্তভোগীরা যে মামলা করেছেন নির্বাচিত হলে আগামীতে মির্জাপুরের শান্তির লক্ষ্যে মামলা গুলোর নিষ্পত্তির ব্যাপারে ভূমিকা রাখবো, কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে ভূমিকা রাখবো।
মতবিনিময়কালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কাদের, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর