জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ(জকসু) নির্বাচনের তারিখ ২২ ডিসেম্বর থেকে পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন কর্তৃক স্বাক্ষরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন -২০২৫ সংশোধিত নির্বাচনি তফসিলে এটি নিশ্চিত করা হয়।
সংশোধিত তফসিল উল্লেখ করা হয়, জকসু নির্বাচনে স্থগিত প্রার্থীদের ডোপ টেস্ট হবে ৯ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর; মনোনয়ন প্রত্যাহার ১৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর; প্রত্যাহারকৃত তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর; প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ও ফলাফল ৩০ ডিসেম্বর উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ভূমিকম্পের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত ২৩ নভেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। পরবর্তীতে ৩০ ডিসেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু হলেও জকসু নির্বাচনের কার্যক্রম বন্ধ ছিলো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর