ময়মনসিংহের ফুলপুরে কৃষিজমির মাটি কাটার অপরাধে আল আমীন মেম্বার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বালিয়া ইউনিয়নের বন্ধকোনা মৌজায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় আল আমীন মেম্বারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করে ফুলপুর থানা পুলিশ। উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি সুরক্ষা এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর