ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৭ ডিসেম্বর ‘কমিউনিকেশন টেস্ট’ পরীক্ষায় অংশ নিতে হবে।
রোববার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আইবিএ ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস করে নিজ নিজ ফলাফল দেখতে পারবে। প্রথম পর্যায়ের ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৭ ডিসেম্বর কমিউনিকেশন টেস্ট অনুষ্ঠিত হবে।
এদিকে আইবি পরিচালক শাকিল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীরা ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার মধ্যে আইবিএ পরীক্ষার হলে (তৃতীয় তলা) রিপোর্ট করতে হবে। তালিকাভুক্ত প্রার্থীদের সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারটি একই দিনে দুটি স্লটে (সকাল এবং বিকেল) অনুষ্ঠিত হবে।
যা যা আনতে হবে- কমিউনিকেশন টেস্টে অংশ নিতে প্রবেশপত্র; এসএসসি (অথবা সমমানের) এবং এইচএসসি (অথবা সমমানের) এর গ্রেডশিট/ট্রান্সক্রিপ্ট এবং এসএসসি (অথবা সমমানের) এবং এইচএসসি (অথবা সমমানের) এর সার্টিফিকেট/প্রশংসাপত্র (সার্টিফিকেট না থাকলে)।
এর আগে ২৮ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা। ১২০টি আসনের বিপরীতে অংশ নেয় ৯ হাজার ৫২ জন। আসন প্রতি প্রায় ৭৯ দশমিক ৩৮টি আবেদন পড়েছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর