দ. আফ্রিকায় নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী আমিনুর ইসলামের (৪৫) দাফন সম্পন্ন হয়েছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মৃত আজিজ সিদ্দিকীর ছেলে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গোড়াইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে বৃহস্পতিবার রাত ১১ টায় দ. আফ্রিকা থেকে তার লাশ দেশে আসে।
পরিবার সূত্রে জানা গেছে, আমিনুর হত্যার ঘটনায় দুইজন আফ্রিকানকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। নিহত আমিনুরের ভাই আলমাস বলেন, আমার ভাইকে হত্যা করানো হয়েছে। ব্যবসাায়িক সূত্রে আমার ভাই যাদের কাছে টাকা পাওনা ছিলেন এ হত্যাকা-ে তাদের হাত থাকতে পারে। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তৎপর থাকলে এই ঘটনার মূলহোতাদের চিহ্নিত করা সম্ভব।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর বিকেলে দ. আফ্রিকার মেছিনা শহরের মাটিম্বোতে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। ওই হত্যাকা-ের সময়কার একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় কয়েকজন সন্ত্রাসী আমিনুর ইসলামের ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রবেশ করে তার মাথায় ৬ বার গুলি করে মৃত্যু নিশ্চিত করার পর ঘটনাস্থল ত্যাগ করে।
জানাজায় এই আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ গোড়াইল ও আশপাশের এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর