সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান সৈনিক শামীম রেজা, বীরসহ ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছে। এঘটনায় শামীম রেজার পরিবার শোকের ভারে বাকরুদ্ধ হয়ে পড়েছে।
নিহত শামীম রেজা কালুখালি উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের আলমগীর ফকিরের ছেলে।
শামীম রেজা ৩ ভাই, ১ বোনের মধ্যে সবার বড়। ২ বছর আগে বিয়ে করে। কোন সন্তান নেই। ৮ বছর আগে চাকুরী পায়। তার স্ত্রী আলিফা ইয়াসমিন। মা চম্পা বেগম। ২ ভাই সোহেল রানা, সোহান ফকির, বোন মরিয়ম খাতুন।
স্বজনেরা জানায়, তিন ভাই ও এক বোনের মধ্যে শামীম রেজা ছিলেন সবার বড়।২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছরের ৭ নভেম্বর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ থেকে সুদানে যান। সেখানে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন।
নিহতের পরিবার ও এলাকাবাসির দাবি দ্রুত শামীমের মরদেহ দেশে আনার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার বিকেলে রাজবাড়ী সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর মোস্তফা সাইফ সহ সেনা সদস্যরা পরিবারকে শান্তনা দেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন, প্রশাসনিক নিয়ম অনুযায়ী সকল প্রকার সহযোগিতা করা হবে।
জানাগেছে, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে গত শনিবার স্থানীয় সময় বিকেল পৌনে ৪ টায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কতৃক ড্রোন হামলা পরিচালনা করে। এ হামলায় দায়িত্বরত ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮জন শান্তিরক্ষী আহত হন।
এর মধ্যে কর্পোরাল মোঃ মাসুদ রানা, এএসসি (নাটোর), সৈনিক মোঃ মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী), সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ), লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা) শহীদ হন।
বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর