ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা খুনিদের বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠা রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’ এবং ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’—এমন সব কড়া স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ঢাবি এক শিক্ষার্থী বলেন, “জুলাই অভ্যুত্থানে ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করার লক্ষ্য নিয়ে আমরা যে সরকারের ওপর ভরসা করেছিলাম, তারা আজ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকার ভারতের কাছে নতজানু হয়ে থাকছে। জুলাইয়ের শহীদরা এজন্য জীবন দেয়নি।”
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী খুনিদের শনাক্ত ও বিচার করতে সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সংস্কারের দাবি জানানোর পাশাপাশি হাদি হত্যার নেপথ্যে থাকা কুশীলবদের শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’ এবং ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ স্লোগান দিয়ে ভারত-ঘনিষ্ঠ রাজনীতির কড়া সমালোচনা করেন।
শিক্ষার্থীরা জানান, ওসমান হাদি ছিলেন রাজপথের এক অকুতোভয় যোদ্ধা, যাকে মাথায় গুলি করে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার এই ত্যাগ বৃথা যেতে দেবেন না বলে শপথ নেন সাধারণ শিক্ষার্থীরা।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর সংবাদ আসার পরপরই ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এই বিক্ষোভে যোগ দেন। গভীর রাত পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছিল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর