আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাতীয় পার্টির (জাপা) ১৯৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছে দলটি। মঙ্গলবার (২০ জানুয়ারি) জাপা এই প্রার্থী তালিকা প্রকাশ করে। এর আগে এদিন দলের চেয়ারম্যান সংবাদ সম্মেলনে ১৯৬ জন বৈধ প্রার্থীর কথা জানান।
জিএম কাদের বলেন, “১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাপা। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী রয়েছেন। পরবর্তীতে আরও ২-৩ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে।”
তিনি আরও বলেন, নির্বাচনের তালিকায় যারা আছেন, তাদের মধ্যে অনেকে জেলে বসেও নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি অভিযোগ করেন, “মামলার নামে অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষকে হেনস্তা করছে এবং তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। যারা মামলা দিচ্ছে, সেখানে বড় ধরনের বাণিজ্য হচ্ছে। গরিবরা বাণিজ্য করছে, পুলিশ বাণিজ্য করছে। যাকে ইচ্ছে তাকে মামলা দেওয়া হচ্ছে। অনেককে রাজনৈতিক বা ব্যবসায়িক কারণে, কেউ আবার ব্যক্তিগত আক্রোশে মামলা দেওয়া হচ্ছে।”
যেসব আসনে লড়বেন জাতীয় পার্টির প্রার্থীরা:
https://drive.google.com/file/d/1LG9PvjWqEe5rdc-Cwm7igGubZ_k23BLM/view
কুশল/সাএ
সর্বশেষ খবর