
সাতক্ষীরায় একটি হত্যা মামলায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিবুর রহমানকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ আদেশ দেন। হাবিবুর রহমান এর আগে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করেন।
হাবিবুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, “আমার মক্কেল উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে নিয়ম মেনে নিম্ন আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।”
২০২৩ সালের ৫ আগস্ট সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকায় একটি ১৩২৮ বিঘার মৎস্য ঘেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ১ নভেম্বর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হন। অভিযানে বিস্ফোরক, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
নিহতের স্ত্রী পরবর্তীতে অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাংবাদিক হাবিবুর রহমানসহ আরও কয়েকজন জমির মালিককে আসামি করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর