
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করেছে পুলিশ সদরদপ্তর। একইসঙ্গে অতিরিক্ত আইজিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর। তিনি বলেন, “ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর বুধবার (৭ মে) রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আবদুল হামিদ দেশ ত্যাগ করেন। তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সাধারণ যাত্রীবেশে বিমানবন্দরে উপস্থিত হন এবং ইমিগ্রেশনের যাচাই-বাছাই শেষে দেশ ছাড়েন।
এদিকে জানা গেছে, তার বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা আসামি।
ইমিগ্রেশন পুলিশ জানায়, আবদুল হামিদের বিরুদ্ধে কোনো আদালত বা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষেধাজ্ঞা না থাকায় তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর