
বগুড়ার শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রাজবাড়ী এলাকায় চন্ডিপুকুর পাড় থেকে র্যাব-১২ একটি প্রাচীন মূর্তি উদ্ধার করেছে, যা কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (আজ) বিকেল ৪টার দিকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি বিক্রির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- রাজবাড়ী গ্রামের মৃত কিরামের ছেলে ফরিদ (৩৫), রইচের ছেলে বুলবুল (৪০) এবং ছালেমের ছেলে নাছিম (৩২)।
স্থানীয় সূত্র জানায়, খোট্টাপাড়ার বাসিন্দা বেলালের পুকুরে খেলার সময় শরিফ নামের এক কিশোর মূর্তিটি খুঁজে পায়। পরে তার পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। কিন্তু খবর ছড়িয়ে পড়লে ফরিদ, বুলবুল ও নাছিম মূর্তিটি নিজেদের হেফাজতে নিয়ে বিক্রির চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র্যাব-১২ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে এবং সংশ্লিষ্টদের আটক করে।
এ বিষয়ে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “মূর্তিটি র্যাব উদ্ধার করেছে। এটি সম্ভবত কষ্টি পাথরের তৈরি, তবে পরীক্ষা ছাড়া নিশ্চিত বলা যাচ্ছে না। কেউ যদি এমন কোনো সরকারি সম্পদ খুঁজে পান, তবে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা উচিত।”
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “র্যাব একটি মূর্তি উদ্ধার করেছে বলে শুনেছি। বিষয়টি যাচাই করা হচ্ছে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর