নাম শুনলেই থমকে যাচ্ছেন অনেকে—‘৩৬ জুলাই অভ্যুত্থান মহাবিদ্যালয়’। ক্যালেন্ডারের পাতায় এমন কোনো তারিখ নেই, তবু ২০২৫ সালে ভোলার দৌলতখান উপজেলার জয়নগরে এই নামের শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। নামের অদ্ভুততার কারণে এটি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কেন এমন অদ্ভুত নাম?
প্রতিষ্ঠাতা পরিচালক মো. এমরান হোসেন জানান, “৩৬ জুলাই কোনো বাস্তব তারিখ নয়, এটি একটি প্রতীক। ৫ আগস্ট যাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের স্মরণেই এই নামকরণ করা হয়েছে।” তিনি বলেন, “ক্যালেন্ডারে না থাকলেও এই অদ্ভুত নামটি মানুষের মনে থেকে যাবে—সেই আত্মত্যাগ চিরস্মরণীয় হবে।” এখানেই নামের পেছনের প্রতীকী অর্থ লুকিয়ে আছে। প্রতিষ্ঠানটি শুধু শিক্ষা নয়, ইতিহাসের একটি স্মৃতি হিসেবেও নিজেকে গড়ে তুলতে চায়।
এই মহাবিদ্যালয় কি সত্যিই প্রয়োজনীয় ছিল?
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় এক একর জমির ওপর টিনের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে ভবন। অবকাঠামো সরল হলেও স্থানীয়দের কাছে এর গুরুত্ব অপরিসীম। এলাকায় আগে কোনো মহাবিদ্যালয় ছিল না। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অনেক দূরে যেতে হতো, যার ফলে সময়, অর্থ ও মানসিক চাপের সঙ্গে পড়াশোনার আগ্রহও কমে যেত। নতুন প্রতিষ্ঠানটি তাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক নতুন আশা।
নাম নিয়ে বিতর্ক কি যৌক্তিক?
সমালোচনা ও বিতর্ক কম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বলছেন, “এটি বিভ্রান্তিকর,” কেউ আবার এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা, “নাম নয়, শিক্ষার সুযোগই মূল বিষয়।” তাদের মতে, দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ।
শিক্ষার আলো কি বিতর্ককে পেছনে ফেলে দিতে পারবে?
নামটি হয়তো অদ্ভুত, ক্যালেন্ডারে নেই তারিখটি, কিন্তু যদি এখান থেকেই জন্ম নেয় নতুন প্রজন্মের আলোকিত পথচলা—তবে ‘৩৬ জুলাই অভ্যুত্থান মহাবিদ্যালয়’ নামটি সময়ের সঙ্গে প্রতীকি ইতিহাসের অংশ হয়ে উঠবে। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার স্বপ্ন এবং সংগ্রামের চিহ্ন হিসেবেও বিবেচিত হবে।
নামকে ঘিরে যত বিতর্কই থাকুক, ভোলার এই নবনির্মিত মহাবিদ্যালয়টি শিক্ষার আলো ছড়াতে প্রস্তুত। প্রতীকী নাম, স্থানীয় মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং উচ্চশিক্ষার সুযোগ—এই তিনটি বিষয় একসাথে মিলিয়ে এটি এখন ভোলার দৃষ্টিতে শিক্ষার নতুন প্রতীক হয়ে উঠেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
খোলা কলাম এর সর্বশেষ খবর