নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী পরিচালক জনাব জিয়াউর রহমান ভুঁইয়াকে বিনা অনুমতিতে বিদেশ গমন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের অভিযোগে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) নোবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজীদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, জিয়াউর রহমান ভুঁইয়া ২০২৫ সালের ৬ মে থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং পরবর্তীতে অনুমতি ছাড়াই বিদেশে গমন করেন। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ধারা ২(চ) অনুযায়ী “পলায়ন” হিসেবে গণ্য।
এছাড়া, একজন সরকারি চাকরিজীবী হয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য প্রকাশ এবং রাজনৈতিক মতাদর্শ প্রকাশের মাধ্যমে তিনি “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১”-এর ধারা ৪৭(৫) স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন।
এর আগে ২৮ মে ২০২৫ তারিখে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তার জবাব সন্তোষজনক ছিল না। পরবর্তীতে তদন্ত কমিটি ও আইনজীবীর মতামতের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৬৭তম সভায় আলোচ্য সূচি-১৮ অনুযায়ী তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
নোটিশে আরও বলা হয়, তার সাথে বিশ্ববিদ্যালয়ের যেকোনো লেনদেন বিশ্ববিদ্যালয় আইন ও প্রযোজ্য বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর